1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা শেরপুরে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাগর কাটিতে কৃষকের পাশে মানবিক উদ্যোগ: মাঠের পানি সরিয়ে দিলেন মো. মিজানুর রহমান শাহজাদপুরে এলজিইডির পৌনে ২ কোটি টাকার রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুথান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বেতনহীন ১৪ দিন: শিক্ষা কর্মকর্তারা কি নিঃস্পৃহ দর্শক? জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্য চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি পরামর্শ সভা গোপালগঞ্জে শিক্ষক আড্ডায় ব্যস্ত,ক্লাস ফাঁকা: ফলাফল শূন্য সোহাগ হত্যাকান্ড গঠিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছ: মহাসচিব জিয়া পরিষদ মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার উপর অতর্কিত হামলা

পৌরসভার ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা শেরপুরে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর।
শেরপুরের পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।২৭ জুন বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১১৩ কোটি টাকার এই বাজেট ঘোষণা করা হয়।পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ নাছিরুল আহমদ নাহিদ।অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট বক্তব্য দেন মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় তিনি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। তন্মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৬৩ টাকা। উন্নয়ন তহবিলের আয় (সরকার প্রদত্ত থোক ও বিশেষ বরাদ্দ, রাজস্ব উদ্বৃত্ত, অন্যান্য) ধরা হয়েছে ৭৮ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ৪১২ টাকা। মূলধন হিসাব থেকে আয় (অবচয় তহবিল,আনুতোষিক তহবিল,ঠিকাদারের জামানত) ধরা হয়েছে ১৪ কোটি ৯৩ লক্ষ ৯৫ হাজার ৭৬৭ টাকা।পরে হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ সেলিম আলম বাজেটের বিস্তারিত আয় ব্যয়ের খাত‌উয়ারী হিসাব পাঠ করেন।তিনি আরও জানান, এছাড়াও ৯ কোটি টাকা ব্যয় করে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবনের নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়াদিন। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পে আগামী অর্থ বছরে ২০ কোটি টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শহরের নবীনগরে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি কাঁচা বাজার নির্ধারণের কাজ সমাপ্তির পথে। পৌরসভার নিজস্ব জায়গায় (জেলা কারাগারের পাশে) ৮.৬২ কোটি টাকায় আধুনিক কসাইখানা নির্মাণের কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এই ৩৯.৬২ কোটি টাকার হিসাব প্রস্তাবিত বাজেটে ধরা হয়নাই।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র লিটন। এছাড়াও পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব লিপিবদ্ধ ও তা বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান তিনি।পরিশেষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান,আমাদের পৌরসভার কর্মকাণ্ড সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই শেরপুরের কৃতি সন্তান নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান কে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেরপুরের কৃতি সন্তান ওয়াকার উজ জামান কে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করায়,পৌরসভার উন্নয়ন কাজের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ,থানা ও শহর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,টিএলসিসি সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ,সমাজ সেবা অধিদপ্তর, এলজিইডি,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,পিডিব সহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিরা।অনুষ্ঠানে সকল প্যানেল মেয়র, কাউন্সিলর,শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি