আজ ২৭শে জুন বৃহস্পতিবার, দুপুরে বৃষ্টির ফলে, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় জল জমে যায়, এলাকার মানুষ জলের উপর দিয়েই রাস্তা পারাপার হচ্ছে,
পরিস্থিতি দেখতে ও পরিদর্শনে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান,
শহরে নিকাশি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন, মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান।
বেলা একটা নাগাদ মেদিনীপুরের পঞ্চুর চকে পৌর প্রধানের দাবী, নিকাশী নালার উপরে স্লব বসিয়ে, বহু ক্ষেত্রে দোকানপাট বসানোর জন্য সমস্যা হচ্ছে নিকাসির। কারণ সব বসানোর ফলে নালার ভিতরে ময়লা জমে যাওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। তাই বৃষ্টি হলেই জল জমে রাস্তার উপর উঠে পড়ে। এবং নালা দিয়ে জল পাশ করতে পারেনা, তিনি এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবেন বলে জানালেন,
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস।