মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চারোল ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের আজিজুল ইসলাম এর নাতিনী (১৬) বছরের মেয়ে আফছানা আক্তার মিমিকে অপহরণের অভিযোগ উঠেছে, এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেছেন। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, মোছাঃ আফছানা আক্তার মিমি(১৬), স্থানীয় পশ্চিম বাঁশগাড়া স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করে। সুযোগ বুঝে একই এলাকার গ্রেফতার কৃত দুলাল হোসেন (২৮) পিতা মৃত খলিলুর রহমান ও গ্রেফতার কৃত আব্দুর রশিদ ( ২৫) পিতা মোঃ মানিক, ঠাকুরগাঁও সদর,২৯- ৬ – ২০২৪ – আফছানা আক্তার মিমি সন্ধ্যা , ৬ ঘটিকার সময় প্রাইভেট পরে বাসা ফেরার পথে অটো রিকশা যোগে আফছানা আক্তার মিমিকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজিজুল ইসলাম স্থানীয় লোকজন সাথে আলোচনা করে নাতিনীকে ফিরে পেতে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন । পরে মামলা সূত্রে বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযান চালিয়ে আফছানা আক্তার মিমিকে অপহরণ কারী সহযোগী দুলাল হোসেন পিতা মৃত খলিলুর রহমান ও আব্দুর রশিদকে ঠাকুরগাঁও সদর থেকে গ্ৰেফতার করে । গ্রেফতার কৃত দুলাল হোসেন উপজেলার ২ নং চারোল ইউনিয়নের মৃত খলিলুর রহমান এর ছেলে ও অপর এক জন আব্দুর রশিদ ঠাকুরগাঁও সদর থানার মানিক হোসেনের ছেলে। এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান অপহরণ এর একটি মামলা হয়েছে অপহরণ এর সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার ও করা হয়েছে । গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।