মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন ০৮নং আমতলী ইউনিয়নের ০২নং ওয়ার্ড সাত ভাইয়া পাড়া এলাকায় হাবিলদার টিলা যাত্রী ছাউনি সংলগ্ন শান্তিপুর টু তবলছড়িগামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক রোশন আলীর বসতঘরে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
সোমবার (১জুলাই) সন্ধ্যায় রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর বিশেষ নির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধরের তত্বাবধানে এসআই(নিঃ) মিঠুন সরকার ও এএসআই (নিঃ) শাহনেওয়াজ (পিপিএম) এর নের্তৃত্বে সহকারী ফোর্সসহ মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় এক কেজি গাঁজা সহ মোঃ রোশন আলী (৫৪) কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় মোঃ রোশন আলী (৫৪), মাটিরাঙ্গা থানার আমতলী ইউনিয়নের, সাত ভাইয়া পাড়ার মৃত আহাম্মদ উল্যার ছেলে।
মাটিরাঙ্গা থানার ওসি বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।