মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
আগামী (৪ জুলাই) বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাতক্ষীরায় আসছেন । ৪ ও ৫ জুলাই সাতক্ষীরা ও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাতক্ষীরা ও যশোর জেলা সফর করবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ৪ জুলাই সকাল ১১টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এরপর তিনি সাতক্ষীরার বসন্তপুর নদীবন্দর পরিদর্শন করবেন বলে তাঁর সফরসূচিতে বলা হয়েছে। বসন্তপুর নৌবন্দর পরিদর্শন শেষে ৫ জুলাই সকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাজধানী ঢাকায় ফিরে যাবেন। সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল প্রতিমন্ত্রীর আগমনের খবরটি নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে জানান হয়েছে, বৃহস্পতিবার (৪ জুলাই) সাতক্ষীরার দুই দিনের সফরে আসছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিন সকাল ১১টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী। এরপর তিনি বিকাল ৪টায় বসন্তপুর নদীবন্দর পরিদর্শন করবেন। ওই দিন সাতক্ষীরা সার্কিট হাউসে রাত্রীযাপন শেষে পরেদিন শুক্রবার সকাল ৯ টায় বিমানযোগে আবার ঢাকায় ফিরে যাবেন।