মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর।
শেরপুর শহরস্থাল খোয়ারপাড় শাপলা চত্বরের দক্ষিণে রশিদ স,মিল এর ঢাকাগামী মেন রাস্তার পশ্চিম পাশে ভ্যানগাড়ি সহ পড়ে থাকা এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।২ জুলাই মঙ্গলবার সকাল দিকে শেরপুর শহরস্থাল খোয়ারপাড় শাপলা চত্বরে দক্ষিণে রশিদ স, মিলের ঢাকাগামী মেইন রাস্তার পশ্চিম পাশে ভ্যানগাড়ি সহ পড়ে থাকা এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে জেলা পুলিশ।এসময় শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম- সেবা,বলেন আমি প্রথম ঘটনার ব্যাপারে জানতে পারি,পরে আমার নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম,সদর সার্কেল মোঃ সাইদুর রহমান,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক সহ ঘটনাস্থলে গিয়ে শেরপুর শহরস্থাল খোয়ারপাড় শাপলা চত্বরে দক্ষিণে রশিদ স, মিল এর ঢাকাগামী মেন রাস্তার পশ্চিম পাশে ভ্যানগাড়ি সহ পড়ে থাকা এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করে,এ বিষয় জানান প্রাথমিক তদন্ত ও পোসমাডাম এর রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায় ঝিনাইগাতী উপজেলার মাঝিরকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্ৰামের মৃত্যু শামসুল হক এর ছোট ছেলে মোস্তাইন বিল্লাহ (বেলাল) কালিবাড়ী বাজারে কাপড় ও মুরগির ব্যবসা করতেন।বেলাল হোসেন দুই ছেলের জনক,এব্যাপারে নিহত বেলালের স্ত্রী রোকসানা জানান আমার স্বামী সপ্তাহে দুই দিন শেরপুর শহরস্থাল শেরীব্রীজপাড় মুরগি দিয়ে আসতো। আমার স্বামী সোমবার রাতে ৯ টার সময় বাড়ি থেকে মুরগি নিয়ে বের হয়, ফোনে চার্জ না থাকায় ফোন টি বাড়িতে রেখে যায় আমি তার জন্য রাত ১১ টা পর্যন্ত অপেক্ষা করি,আমি আনুমানিক সকাল ১১ টার সময়ে লোকের মাধ্যমে জানতে পাই যে আমার স্বামীর লাশ শেরপুর সদর থানায় নিয়ে গেছে। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছি।
পরবর্তীতে এই ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান,নিহত বেলালের স্ত্রী রোকসানা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলার আবেদন করেছেন।এ বিষয়ে পরবর্তী তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।