অনুগ্রহপূর্বক পোস্টটি শেয়ার করে সিয়াম কে তাঁর পরিবারের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন।
নামঃ সিয়াম, পিতার নাম: খাইরুল ইসলাম বয়সঃ ১০ বছর ৬মাস, উচ্চতা :৪ফিট, গায়ের রং- কালো, গায়ে পোশাক পোড়ানো ছিল পীত কালারের পাঞ্জাবি পায়জামা এবং হাতে হলুদ কালারের ছাতা। পড়াশোনা করেন ইছলাহুল উম্মাহ মাদরাসার হেফজাখানায়
২-৭-২৪ তারিখ দুপুর ২টার সময় ইছলাহুল উম্মাহ মাদরাসার কথা বলে তার নিজ বাড়ি ভাদাইল পূর্বপাড়া থেকে বাহির হয়,সন্ধ্যায় পিতা খাইরুল খাবার নিয়ে মাদ্রাসায় যায়,কিন্তু মাদ্রাসায় গিয়ে জানতে পারে সে মাদ্রাসায় যায়নি।
নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন এবং সকল পরিচিত জনের বাসাসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হলেও কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
সিয়াম ঠিকানা ভাদাইল পূর্ব পাড়া আশুলিয়া সাভার ঢাকা
যদি কোনো স্বহৃয়বান ব্যক্তি সিয়াম এর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নম্বরে কল করে জানানোর জন্য অনুরোধ রইলো। মোবাইল নং: 01763360271- 01941596444 (নিখোঁজ সিয়াম-এর পরিবার)
অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।