1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নওগাঁয় আইহাই উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনিয়মের অভিযোগ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প ২০২৪ কে বিদায় জানাতে এবং ২০২৫ কে বরণ করে নিতে মানুষের ঢল কলকাতা জুড়ে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার ও ভারতীয় নাগরিকসহ আটক ৫ পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি কিংবদন্তর সংগীত শিল্পী শেফালী ঘোষের প্রয়াণ দিবস আজ: আনুষ্ঠানিকভাবে উন্মোচন কমিউনিস্ট পার্টি-ইউসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হ্যাঁপি নিউ ইয়ার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন ফোরকান উল্লাহ চৌধুরী

নওগাঁয় আইহাই উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর সাপাহার আইহাই উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে গত ২৮মার্চ ২০২৩ ইংরেজি তারিখে জাতীয় দৈনিক সমকাল ও আঞ্চলিক দৈনিক সংবাদ পত্রিকায় সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে মোট আবেদনের প্রেক্ষিতে বাছাইয়ে ১০ জন নির্বাচিত হয়। এর ফলশ্রতিতে গত ২৮ জুন ২০২৪ নিয়োগ পরিক্ষায় উক্ত বিদ্যালয় কেন্দ্রে ৪ জন অংশ গ্রহন করেন । এসময় আইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শ্রী আনন্দ বর্মন পরীক্ষায় অংশগ্রহন কারী শিক্ষক মো: জিয়াউজ্জামান নামের এক পরীক্ষার্থীকে দুর্নীতির মাধ্যমে নকলবাজী করে উত্তর পত্র দিয়ে এবং প্রধান শিক্ষক নিজে দাড়িয়ে থেকে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষায় উর্ত্তীন হওয়ার সুযোগ করে দেন; যার প্রমানাদি রয়েছে উক্ত বিদ্যালয়ের সিসিটিভির ফুটেজে।
উক্ত নিয়োগ পরীক্ষার কথা মেনেজিং কমিটির অধিকাংশ সদস্য বিষয়টি জানেন না, উক্ত বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান চৌধুরী ও প্রধান শিক্ষক আনন্দ বর্মনের কারসাজিতে এ নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও পরীক্ষার্থী জিয়াউজ্জামান বর্তমানে ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন সেই সাথে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন এবং দুই প্রতিষ্ঠানের বেতন ভাতাদি গ্রহণ করেছেন। যা আইনগত দন্ডনীয় অপরাধ।
নিয়োগ পরিক্ষা বাতিলের দাবীতে উক্ত এলাকার গ্রামবাসী ও অভিভাবক এর পক্ষে মৃত হামির মোল্লার ছেলে মো: সাদেকুল ইসলাম (অভিভাবক) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন। বুধবার বিকেল ৪টায় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান অভিযোগটি সঠিক নয়,উনি প্রশ্নপত্র বুঝতে পারছিলেন না তাই বুঝিয়ে দিচ্ছিলাম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা হলে তিনি জানান নিয়োম মোতাবেক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর জানান, একটি অভিযোগ পত্র আমি পেয়েছি এবং ঐ নিয়োগ পরিক্ষায় আমিও উপস্থিত ছিলাম এক জন ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন, এখন ষান্মাসিক পরীক্ষা চলছে, পরীক্ষা শেষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
যার অনুলিপি সাপাহার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,নওগাঁ, জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ ও দুুর্নীতি দমন কমিশন(দুদক) নওগাঁ প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি