1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নয়ন সম্মুখে তুমি নাই , নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প ২০২৪ কে বিদায় জানাতে এবং ২০২৫ কে বরণ করে নিতে মানুষের ঢল কলকাতা জুড়ে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার ও ভারতীয় নাগরিকসহ আটক ৫ পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি কিংবদন্তর সংগীত শিল্পী শেফালী ঘোষের প্রয়াণ দিবস আজ: আনুষ্ঠানিকভাবে উন্মোচন কমিউনিস্ট পার্টি-ইউসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হ্যাঁপি নিউ ইয়ার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন ফোরকান উল্লাহ চৌধুরী

নয়ন সম্মুখে তুমি নাই , নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

 

যুগে যুগে এমন কিছু মানুষ আমাদের মাঝে আসেন যারা সারাটা জীবন ধরে শুধু অপরের কল্যাণে কাজ করে যান। ক্ষণজন্মা এই মানুষগুলো একদিকে যেমন সমাজের জন্য আশীর্বাদস্বরূপ, পাশাপাশি তারা নতুন যুগের পথপ্রদর্শক। তেমন একজন মানুষ ডা. ইউনুস আলী খান।

তিনি ৩রা মার্চ ১৯৪৪ সালে পাবনা সদর থানার চরতারাপুর ইউনিয়নের এক স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেন। ডা. ইউনুস সুজানগর থানার দুবিলিয়ায় প্রাথমিক স্কুল শেষে পাবনার গোপালকৃষ্ণ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও পাবনা এডওয়ার্ড কলেজ থেক ইন্টারমিডেয়ট ও বিএসসি পাশ করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হতে ১৯৬৯ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পাবনা এডওয়ার্ড কলেজে পড়া অবস্থায় তিনি সক্রিয় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং রাজশাহী মেডিকেল কলেজে পড়াকালীন সময়ে তৎকালীন ছাত্র সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হন এবং সারাজীবন বঙ্গবন্ধুর প্রতি অনুরক্ত ছিলেন।

ছাত্রজীবন শেষে জন্মস্থান পাবনায় প্রাকটিস শুরুর কিছুদিনের মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সীমান্ত অতিক্রম করে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য অন্যান্যদের সঙ্গে সীমান্তে পৌঁছান। সীমান্ত অঞ্চলে তাঁর ডাক্তার পরিচয় পেয়ে তাঁকে ঐ অঞ্চলে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে দায়িত্ব দিয়ে দেশের ভেতরেই অবস্থানের নির্দেশ দেওয়া হয়। তিনি সে দায়িত্ব পালন করেন এবং দেশের ভেতরে বিশেষত পাবনা ও পদ্মার চরাঞ্চলে আহত মুক্তিযোদ্ধাদের গোপনে চিকিৎসা সেবা প্রদান ও আশ্রয় দান করেন। পাবনার গ্রামাঞ্চলে তার চিকিৎসায় প্রাণরক্ষা হয়েছে এমন মুক্তিযোদ্ধা এখনও সে সাক্ষ্য বহন করছেন।

মুক্তিযুদ্ধের পরে ‘তরুণ ডাক্তারদের গ্রামে যাওয়ার’ বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭২ সালে তিনি নিজ পরিবার এবং মৃত বড় ভাইয়ের ৭ সন্তানের সম্পূর্ণ দায়িত্বভার নিয়ে শাহজাদপুরের পোতাজিয়া সরকারী স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। এরপর শুরু হয় তাঁর জীবনের নতুন অধ্যায়। ধীরে ধীরে ডাক্তার হিসাবে তাঁর কর্ম পরিধি বিস্তৃত হতে শুরু করে। ভীষণ কর্মঠ এই মানুষটি ডাক্তিারি পেশাকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে কখনও গণ্য করেননি।

তিনি শাহজাদপুরের প্রথম এমবিবিএস ডাক্তার। চাকুরি জীবনে রাজনৈতিক বিশ্বাস এবং বঙ্গবন্ধুর প্রতি অনুরক্ত হওয়ার কারণে ৭৫ পরবর্তী সময়ে নানাবিধ হয়রানির স্বীকার হলেও তিনি সততা এবং তার আদর্শেও সাথে কোনোরূপ আপোষ না করে জনগণের স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রাখেন।

তাঁর মুক্তিযুদ্ধের স্বপক্ষে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে তাঁকে অন্যত্র ট্রান্সফার করা হলে তিনি রোগীদের ও শাহজাদপুরবাসীর ভালোবাসার টানে প্রিয় শাহজাদপুর না ছেড়ে চাকরী ছেড়ে দেন এবং শাহজাদপুরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তে উপকৃত হয়েছে অসংখ্য মানুষ, তিনি হয়ে উঠেছেন শাহজাদপুরের সকল মানুষের ভরসার পাত্র।

ডা. মো. ইউনুস আলী খান ছিলেন সৎ, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী একজন চিকিৎসক। ডা. ইউনুস গত পঞ্চাশ বছর ধরে সপ্তাহের প্রতিটি দিন নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করেছেন। চিকিৎসা সেবায় গোটা শাহজাদপুর উপজেলার জন্য তিনি ছিলেন সম্মাননীয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব, বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পাবনা সিরাজগঞ্জ জুড়ে তাঁর খ্যাতি ছিল।

তাঁর চিকিৎসাসেবা ছিল কিংবদন্তীতুল্য। তিনি রোগীদের মনে এমন একটা আস্থার জায়গায় পৌঁছেছিলেন যে তাঁর রোগীরা বলত যে তাঁর চেহারা দেখেই অর্ধেক সুস্থ হয়ে যান। তিনি ছাত্র, মুক্তিযোদ্ধা ও দরিদ্র্য মানুষকে বিনা পয়সায় চিকিৎসাসেবা দিতেন। প্রয়োজনে চিকিৎসার পাশাপাশি নিজের টাকায় রোগীদের চিকিৎসাসংক্রান্ত আনুষাংগিক খরচ মেটাতেন। তিনি বলতেন ‘পয়সার জন্য চিকিৎসা আটকে থাকবে না।’

আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু অনুরক্ত এই চিকিৎসক আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত তৃণমূল পর্যায়ে কাজ করে গেছেন। প্রখর রাজনৈতিক জ্ঞানসম্পন্ন ডা. ইউনুস আওয়ামী লীগের দুঃসময়ে শাহজাদপুরে বঙ্গবন্ধু পরিষদ প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু এই সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু চিকিৎসক হিসাবেই নয় একজন সমাজসেবক হিসাবে শাহজাদপুরের যেকোনো সাংস্কৃতিক সামাজিক কমংকান্ডে সবসময়ই ছিলো তাঁর সক্রিয় অংশগ্রহণ।

দ্বরিয়াপুরে অবস্থিত তাঁর চেম্বারটি শাহজাদপুরের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্তদের এক মিলনকেন্দ্র হিসাবে গড়ে ওঠে। তিনি ছিলেন সকলের ভরসার প্রতীক। তাঁর চেম্বারই ছিলো এই এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুতিকাগার। সকলের আহ্বানে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে তিনি প্রস্তাবনা পাশ থেকে শুরু করে জনসচেতনতা তৈরি এমনকি দাবী আদায়ে রাজপথের আন্দোলনেও অন্যতম প্রধান ভূমিকা পালন করেন।

আমেরিকা যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা (গ্রিন কার্ড) থাকা সত্ত্বেও দেশ ও মানুষের প্রতি ভালোবাসার টানে তিনি কখনওই আমেকিায় স্থায়ীভাবে থাকতে ইচ্ছুক ছিলেন না। তিনি শুধু একজন স্বনামধন্য চিকিৎসকই নন, শাহজাদপুরের গণমানুষের ভাষায় তিনি ছেলেন ‘সিরাজগঞ্জ শাহজাদপুরের একটি বাতিঘর।’

ভ্রমণ ও আলাপপ্রিয়, বন্ধুবৎসল, অসম্ভব পড়ুয়া এই মানুষটি লেখালেখিতেও ছিলেন সিদ্ধহস্ত। কবিতা লিখতে ভীষণ ভালোবাসতেন। করোনা সংকটের সময়ে ৭৮ বছর বয়স্ক ডা. ইফনুস আলী খান তার প্রবাসী সন্তানদের অনুরোধ উপেক্ষা করে রোগীদেখা চালিয়ে যান এবং দুঃখজনকভাবে এক পর্যায়ে তিনি করোনা আক্রান্ত হন। ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট হলে ২৪ জুন সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন।

জনসেবার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ তাকে ‘অমর একুশে’ সম্মাননা পদক প্রদান করে।সম্প্রতি তার চেম্বারের সামনের সড়কটি শাহজাদপুরের জনসাধারণ তাঁর স্মৃতির স্মরণে ‘ডা. ইফনুস আলী খান সড়ক’ নামকরণ করেছে।

ডা. ইউনুস আলী খানের মৃত্যু শাহজাদপুরের মানুষের জন্য শোকের চেয়েও বেশি কিছু। তার অবর্তমানে এ অঞ্চলের গণমানুষের সেবায় স্থায়ী কিছু করে যাওয়ার অভিপ্রায় তিনি ব্যক্ত করেছিলেন আর তার সেই স্বপ্ন বাস্তবায়ন এবং কর্মের ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছে ‘ডা. ইফনুস আলী খান ফাউন্ডেশন’। তার কর্মের মধ্য দিয়ে তিনি এই অঞ্চল তথা শাহজাদপুরের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

লেখক: সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর (সিরাজগঞ্জ) বাংলাদেশ

 

দৈনিক নিউজ রিপোর্টার
মো: মোসলেম উদ্দিন সিরাজী
উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি