মোস্তাক আহমেদ ( বাবু ) রংপুর ।
দেশে যেন বেড়েই চলেছে অপমৃত্যুর সংখ্যা,এমনই একটি ঘটনা ঘটেছে,আজ রংপুরের পীরগাছা উপজেলার ৩নং ইটাকুমারী ইউনিয়নের পূর্ব হাসনা (আটানী) গ্রামের বাসিন্দা মোঃ নাজমুল হক নাজুর মেয়ে মোছা: নাজমিন (১৪) মাতা মোছাঃ তছিরন বেগম থানা, পীরগাছা ,জেলা , রংপুর ।
সারা জমিনে গিয়ে জানা যায়: অদ্য তারিখ:৩/৭/২৪ ইং বুধবার,সকালে বাড়ি থেকে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির দ্বিতীয় সাম্মাসিক,পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যায় নাজমীন, এবং পরীক্ষা শেষে,বিকাল অনুমান-১৫.৩০ ঘটিকার সময় বাড়িতে আসেন। ভিকটিমের পিতার বাড়ী থেকে ভিকটিমের-দাদার বাড়ি অনুমান ৫/৬ শত গজ উত্তরে বিকাল, অনুমান ১৬.০০ ঘটিকার সময় ভিকটিম তার পিতা- মাতাকে কিছু না জানিয়ে ভিকটিমের দাদা মোঃ মোবারক আলীর বাড়িতে এসে, পশ্চিম দুয়ারী শয়ন কক্ষে বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এই মর্মে স্থানীয় লোকজন জানায় ।
উল্লেখ্য যে ,ঘটনার সময় নাজমিনের দাদা-দাদী বাড়িতে কেউ ছিলেন না । স্থানীয় অনুসন্ধানে এই তথ্য নিশ্চিত করে বলা যায় যে,গত ০৬ মাস পূর্বে,পীরগাছা,থানাধীন একই ইউনিয়নের ,কামদেব গ্রামের বাসিন্দা,মোঃ মাহাবুর রহমানের ছেলে মোঃ রাসেল মিয়ার সাথে ভিকটিম নাজমীনের বিবাহ সম্পন্ন হয়। ভিকটিমের স্বামী-মোঃরাসেল মিয়া বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ভিকটিমের মৃত্যুর আসল রহস্য স্থানীয় লোকজন কিছুই জানেন না বলে জানান।
এ ব্যাপারে,পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন,একটি অপ-মৃত্যুর ইউ ডি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে ।