পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম!
পঞ্চগড় আটোয়ারীতে এক ব্যবসাহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) আটোয়ারী উপজেলার রাধানগর ইউপির পল্লী বিদ্যুৎ এলাকার কাল ভার্টের
নিচ থেকে ওই লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।
নিহত শাকিল রানা একই উপজেলার রাধানগর ইউপির বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আটোয়ারী-বোদা সড়কের সেতুর নিচে হাত পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে আটোয়ারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করেন।
পরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মো. হুমায়ুন কবির শাকিল তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি
পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি৷ প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে৷ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বিষয়টি আমলে নেয়া হবে।