পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছে
দূরপাল্লার যাত্রীরা। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে প্রশাসনিক হয়রানি ছাড়াও লাইসেন্সবিহীন নসিমন, করিমন ও থ্রি-হুইলারসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (৪ জুলাই ) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা এ পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।ধর্মঘটে বিপাকে পঞ্চগড়ের দূরপাল্লার যাত্রীরা।
এদিকে অনেকে চিকিৎসার জন্য রংপুর ও রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যে বের হয়ে টার্মিনালে বাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে গেছেন। বিশেষ করে ছুটির দিনে পরিবহন ধর্মঘটের কারণে ঘরে ফেরা কর্মজীবী ও চিকিৎসার প্রয়োজনে বের হওয়া অসুস্থদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে যাওয়ার জন্য বের হয়েছেন আবদুস সালাম। পথে গাড়ি না পেয়ে ফিরতে হয়েছে বাড়িতে।
আনিসুর রহমান নামে আরেকজন জানান, পূর্বঘোষণা ছাড়ায় মোটর মালিক সমিতির এমন সিদ্ধান্তে হতবাক তিনি।
এমনই বিভিন্ন কাজ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন হাসনা হেনা, শিউলী ও জব্বার। কিন্তু দূরপাল্লার বাস না চলায় তাদেরও ফিরতে হয়েছে বাড়িতেই।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সড়ক সম্পাদক মো. দুলাল জানান, জেলা মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের কারণে পঞ্চগড় থেকে দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও ঠাকুরগাঁও ও দিনাজপুর রুটে গেটলক ও লোকাল গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।