মোঃ হেকমত আলী মন্ডল জেলা প্রতিনিধি পঞ্চগড়,,
আজ শনিবার বিকেলে ৩.০০ ঘটিকায় দেবীগঞ্জ উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনদিন ব্যাপী এই কৃষি মেলার আয়োজন করে।
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খামারবাড়ী ঢাকার সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল ইসলাম সুজন,,
উক্ত কৃষি মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ
উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু মদন মোহন রায়, আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামী দেবীগঞ্জ উপজেলা শাখা,
গোলাম রহমান সরকার চেয়ারম্যান ৭ নং ট্রেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ ও সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী দেবীগঞ্জ পঞ্চগড়,, আবু বক্কর সিদ্দিক আবু মেয়র দেবীগঞ্জ পঞ্চগড়,, তুরাব হোসেন সহকারী কমিশনার ভৃমি দেবীগঞ্জ পঞ্চগড়,,
সরকার ইকতেখারুল মোকাদ্দেম অফিসার ইনচার্জ দেবীগঞ্জ পঞ্চগড়, উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল ইসলাম (মনু ), রিতু আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান ,,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈম মোর্শেদ অনুষ্ঠানে স্বগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় দেবীগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রহমান সরকার সহ দেবীগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং সকল কৃষক গন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি মেলায় প্রতিটি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈম মোর্শেদ
জানান আগামী ৯ ই জুলাই পর্যন্ত তিনদিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষি মেলার সমাপ্তি হবে।