ওসি গোলাম সরোয়ারের নেতৃত্বে চন্দনাইশ থানায় সফল অভিযান

 

কামরুল ইসলাম

চট্টগ্রাম দক্ষিণ জেলার
চন্দনাইশ থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি গোলাম সরোয়ারের নেতৃত্বে পুলিশ অদ্য বিশেষ অভিযান পরিচালনা করিয়া রুজুকৃত চন্দনাইশ থানার মামলা নং-১১(১০)২৫ এর এজাহারনামীয় আসামী নুর হোসেন (৩০), পিতা-আ: গফুর, মাতা-মাজেদা বেগম, সাং-জাফরাবাদ (খোদারহাট), ০৬নং ওয়ার্ড, বৈলতলী ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম‘কে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি গোলাম সরোয়ার। এলাকাবাসীর জবানবন্দি অনুযায়ী জানাযায় ওসি মোঃ গোলাম সরোয়ার চন্দনাইশ থানায় ওসি হিসেবে যোগদান করার পর থেকে চন্দনাইশ থানা কে মাদক, সন্ত্রাসী, কিশোর গ্যাং মুক্ত করতে সাহসী চৌকষ পুলিশ অফিসার ও কনেষ্টেবল নিয়ে রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, এই অভিযানে বর্তমানে চন্দনাইশ থানা এক প্রকার মাদক, সন্ত্রাসী, কিশোর গ্যাং মুক্ত একটি মডেল থানা হিসেবে সুনাম অর্জন করেছে চন্দনাইশ থানা এলাকাবাসী এই সফলতার জন্য মহান আল্লাহর দরবারে ওসি গোলাম সরোয়ারের জন্য দোয়া ও আশির্বাদ করেন।

শেয়ার করুনঃ