ওসি মাসরুরুলের দিকনির্দেশনা মোতাবেক বিভিন্ন অভিযান

 

কামরুল ইসলাম

তারিখ-১২/১০/২০২৫খ্রি ইউনিট নাইক্ষ্যংছড়ি থানা, বান্দরবান পার্বত্য জেলা।
বাদীর এজাহার প্রাপ্তি ও মামলা রুজু করণ প্রসঙ্গে।
ঘটনার তারিখ ও সময়ঃ-
১ম ঘটনার সময় ও তারিখ : অদ্য-১২/১০/২০২৫খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:২০ ঘটিকার সময়।
২য় ঘটনার সময় ও তারিখ : অদ্য-১২/১০/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:৫০ ঘটিকার সময়।
১ম ঘটনাস্থলঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ০২নং বাইশারী ইউপির ০৭নং ওয়ার্ডস্থ বাইশারী বাজারের শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর হইতে।২য় ঘটনাস্থলঃ কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউপির ০৯নং ওয়ার্ডস্থ ব্যাঙ ডেবা জঙ্গলের ভিতরে।
ভিকটিমের সংখ্যা ও ০১(এক) জন, ০১। মোছাঃ উম্মে…….. (১১), পিতা- মোঃ বেলাল, মাতা- ছৈনুয়ারা, সাং-হলদ্যাশিয়া, ২৭৮নং বাইশারী মৌওজা, ডাকঘর: বাইশারী-৪৬৬০, ০৫নং ওয়ার্ড, ০২নং বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
# বাদীঃ ছৈনুয়ারা(৩৭), স্বামী-মোঃ বেলাল, মাতা-আয়েশা বেগম, সাং-হলদ্যাশিয়া, ২৭৮নং বাইশারী মৌওজা, ডাকঘর: বাইশারী-৪৬৬০, ০৫নং ওয়ার্ড, ০২নং বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান,
আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানা:- ১। রাসেল বড়ুয়া @ বচক্কা(২৫), পিতা-সুজন বড়ুয়া, মাতা-দিপালী বড়ুয়া, সাং-উত্তর বাইশারী, নতুন পরিষদের পাশে, ০৭নং ওয়ার্ড, ০২নং বাইশারী ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।
# গ্রেফতার:- মামলা রুজুর পর অভিযান পরিচালনা করে রামু রশিদ নগর থেকে আসামী রাশেল বড়ুয়া @ ভচক্কাকে গ্রেফতার করা হয় রাতে
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অত্র মামলার বাদী ছৈনুয়ারা(৩৭) থানায় হাজির হইয়া বিবাদী রাসেল বড়ুয়া @ বচক্কা(২৫) এর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন যে, অদ্য-১২/১০/২০২৫খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:২০ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ০২নং বাইশারী ইউপির ০৭নং ওয়ার্ডস্থ বাইশারী বাজারের শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর হইতে ভিকটিম মোছাঃ উম্মে সালমা(১১) কে ফুসলাইয়া প্রলুদ্ধ করে বিবাদী তাহার চালিত ড্রাম্পার গাড়িতে করে অদ্য -১২/১০/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:৫০ ঘটিকার সময় কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউপির ০৯নং ওয়ার্ডস্থ ব্যাঙ ডেবা জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ভিকটিম মোছাঃ উম্মে সালমা(১১) কে অপহরণ করতঃ তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। বাদী থানায় হাজির হইয়া বিবাদীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে অত্র মামলা রুজু করা হয়।
গৃহীত ব্যবস্থা মামলা: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানার ,এফআইআর নং-০৫, তারিখ-১২/১০/২০২৫খ্রিঃ; জি আর নং-১২৮, তারিখ- ১২/১০/২০২৫খ্রিঃ; ধারা- ৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০(সংশোধনী ২০০৩, ২০২০); রুজু পূর্বক তদন্তভার এসআই (নিরস্ত্র) সতেজ বড়ুয়া, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র, নাইক্ষ্যংছড়ি থানা, বান্দরবান পার্বত্য জেলার এর উপর অর্পন করা হইয়াছে।

শেয়ার করুনঃ