মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম
আগামী ২৯,৩০ ও ৩১ শে অক্টোবর হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিতব্য ৩ তিনদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে হাটহাজারী ও রাউজানের ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বশীল ও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে হাটহাজারী বড় মাদরাসা সংলগ্ন আল আমিন সংস্থার কার্যালয়ে সংস্থার সহসভাপতি মাওলানা সিরাজুল্লাহ মাদানীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আল-আমিন সংস্থার এ তাফসীর মাহফিল শুধু হাটহাজারীর নয় বরং হাটহাজারী-চট্টগ্রাম ছাড়িয়ে পুরো দেশের অন্যতম আলোচিত তাফসীর মাহফিল। এটি দেশের শীর্ষ ইসলামী আলোচকদের মিলনমেলা। তাই আমাদের সংগঠনগুলো সম্মিলিতভাবে আসন্ন তাফসীর মাহফিল সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ!
মতবিনিময় সভায় হাটহাজারী ও রাউজানের যেসব সংগঠনের দায়িত্বশীল ও প্রতিনিধিগণ ছিলেন :
জাগরণ ক্লাব হাটহাজারী, কামালপাড়া যুব সংঘ, আত-তাওহীদ ফাউন্ডেশন চারিয়া, উত্তর মাদার্শা উলামা পরিষদ, মোহাম্মদপুর উলামা পরিষদ, গড়দুয়ারা উলামা পরিষদ, চিকনদন্ডি উলামা পরিষদ, ধলই উলামা পরিষদ, গহিরা আল ইত্তেহাদ ফাউন্ডেশন, আলিপুর ইসলাম প্রচার সংস্থা, মেডিকেল গেইট একতা যুব সংঘ, আল ইহসান ফাউন্ডেশন, আল ইত্তেফাক ফাউন্ডেশন, স্বপ্নছায়া ফাউন্ডেশন, জাগন্ত, রয়েল ভয়েস, আল মদিনা ফাউন্ডেশন, ইসলামি তরুণ সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, ছাত্র জমিয়ত হাটহাজারী, এনায়েতপুর ইসলামি যুব কল্যাণ সংস্থা, উত্তর মাদার্শা এশায়াতে ইসলাম সংস্থা , উত্তর মাদার্শা সমাজ সেবা পাঠাগার, জোবরা দাওয়াতুল হক ইসলামি পাঠাগার, হিলফুল ফুজুল সংস্থা চারিয়া ও অন্বেষণসহ প্রমুখ সংগঠন।
আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক জনাব মুহাম্মাদ আহসান উল্লাহর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা ইয়াছিন, মাওলানা হাফেজ উসমান সিকদার, জনাব আনোয়ারুল করিম, মাওলানা মাহমুদ হোসাইন, মুহাম্মদ শুয়াইব, রেজাউল করিম বাবু, আইয়ুব পাভেল, রিজওয়ান, সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ উল্লাহ, প্রফেসর জুয়েল, মাওলানা মুহাম্মদ নুরুদ্দীন, মাও আইয়ুব জাহাঙ্গীর ,মুফতি নাছির ,মাও আকতার ,নুরনবী গহিরা ,সাইফুল ,মুফতি মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ নাঈম, মুহাম্মদ তানভীর হোসাইন, মাওলানা মুহাম্মদ রায়হান, মাওলানা শফিউল আলম, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা মহিউদ্দিন, হাফেজ মাওলানা সাখাওয়াত, জাহেদ উল্লাহ, জিয়াউর রহমান, মুহাম্মদ এরশাদ উল্লাহ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা খুরশেদ আলম প্রমুখ।