নোয়াখালীতে চাঁদার দ্বন্দ্বে কবরস্থান ভাংচুর, হামলায় ১ জন রক্তাক্ত

প্রতিবেদকঃ নোয়াখালী সুধারামে রাজনৈতিক দ্বন্দ্বে চাঁদা না পেয়ে কবরস্থান দখল, ভাংচুর ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদি হয়ে নোয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, গত (১২ অক্টোবর) রবিবার মামলার অভিযুক্তরা হাতে লোহার রড, সাইনেজ কুড়াল, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভুক্তভোগীর ৬০/৭০ বছরের পারিবারিক কবরস্থান জবরদখল করতে ঝাপিয়ে পড়ে। হামলার মুহূর্তে অভিযুক্তরা প্রথমে কবরস্থানের দেওয়াল ভাংচুর করে পুরাতন কবর গুলো খুড়তে থাকে। ভুক্তভোগী বাঁধা দিতে গেলে বাহিনী প্রধান অভিযুক্ত কাজী শিহাবের নেতৃত্বে ইব্রাহিম ও শামিম তাদের লোকজন দিয়ে মোঃ কাজী মোহনের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় অভিযুক্তরা সাইকেলের সেইন ও লোহার রড দিয়ে কাজী মোহনকে বেধড়ক মারধর করে মারাত্মক জখমী করে তোলে। হামলার সময় মোহনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এছাড়া হাতুড়ি দিয়ে বুকে ও কোমড়ে পিটিয়ে আঘাত করলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় হামলাকারীরা কাজী মোহনের ব্যাবসায়ীক লেনদেনের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়।
হামলার শিকার কাজী মোহনকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসার রেজি নং: ৮১৬৯/২৫, সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগীর পিতা কাজী মহিবুল্লাহ (৬৯) বাদি হয়ে দন্ড বিদির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩৭৯, ৩০৭, ৫০৬, ২৯৫ ধারায়
প্রধান অভিযুক্ত কাজী শিহাব (৩৬), মোঃ ইব্রাহিম (৫০), শামিম (২৫), সোহেল (৩৮) ও মামুন (২৩)সহ আরও ৮/১০ জন অজ্ঞাতনামাদের উল্লেখ করে নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে ১টি সি.আর মামলা দায়ের করেন। হামলার ঘটনায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদি পক্ষ চরম আতঙ্কে রয়েছে।

শেয়ার করুনঃ