বিএনপি নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রফিক সিকদার আগামী ১৪ অক্টোবর পবিত্র  ওমরাহ পালনে শেষে  দেশে ফিরছেন

 

মোঃনূরে আলম জিকু বিশেষ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া -৬ ( বাঞ্ছারামপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,
এ্যাড. রফিক সিকদার,গত২৯ সেপ্টেম্বর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন।
তিনি জানিয়েছেন  আমি সপরিবার নিয়ে ওমরা পালন শেষে দেশে ফিরছি আগামী ১৪ অক্টোবর । তিনি ব্রাহ্মণবাড়িয়া -৬ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। সরেজমিনে  জানাগেছে
এডভোকেট রফিক সিকদার দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি, সমাজ ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।   গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বৈরাচারের  বিরুদ্ধে   সংগ্রাম  করেছেন  জেল খেটেছেন।  তিনি বাঞ্ছারামপুরের অভিভাবক গণ মানুষের নেতা ।
জাতীয় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার অবদান রয়েছে। শিক্ষা, মানবসেবা ও দুঃস্থদের সহযোগিতায় তিনি নানা উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে সৎ, নির্লোভ ও কর্মঠ নেতা হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত।
আমাকে নমিনেশন দিলে বাঞ্ছারামপুরের জনগন   আমাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।আমি বাঞ্ছারামপুর মানুষের কাছে ভালোবাসা তৈরি করেছি, তরুণরা আমাকে ভোট দিবে।  বাঞ্ছারামপুর বাসী   আমাকে ভোট দিতে ইচ্ছুক,   বাঞ্ছারামপুর  মানুষ আমাকে এমপি হিসাবে দেখতে  দেখতে চায় ।  বাঞ্ছারামপুরে জনগন  মনে করে  আমাকে নমিনেশন দিলে আমি এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবো। তবে দলের সব সিদ্ধান্তই আমি মেনে নিব ।

শেয়ার করুনঃ