বিভাগ ইস্যুতে কুমিল্লায় বাসযাত্রীদের উপর হামলার ঘটনায় নোয়াখালীতে প্রতিবাদ ও মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী বিভাগ ইস্যুতে কুমিল্লায় নোয়াখালীগামী বাস যাত্রীদের উপর হামলার ঘটনায় নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (১৩ অক্টোবর) সোমবার নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা জেলা শাখার আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা জেলা সভাপতি কাজী শিব্বির আহমেদ, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, মানবাধিকার সংগঠক মোঃ জাহাঙ্গীর শেখ, আন-নূর চক্ষু হসপিটালের এমডি মোঃ ফারুকসহ অসংখ্য নেতৃবৃন্দ।
বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা জেলা সভাপতি কাজী শিব্বির আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালী জেলায়, ঢাকায়, জাতীয় প্রেসক্লাবে ও কোম্পানীগঞ্জে ব্যাপক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নোয়াখালী বিভাগ ইস্যুতে নোয়াখালীগামী বাস আটকিয়ে যাত্রীদের উপর কুমিল্লায় হামলার ঘটনায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সাংবাদিক রাসেদ বিল্লাহ বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও আশপাশের জেলা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ গঠন সময়ের দাবি। কুমিল্লায় হামলার ঘটনায় দোষী

শেয়ার করুনঃ