মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে আবদুল হালিম চৌধুরী (৬৫) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে গু’লিক’রে হ’ত্যা করেছে দুর্বৃ’ত্তরা। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন মুখোশধারী যুবক এসে আবদুল হালিমের গাড়িকে লক্ষ্য করে উপর্যুপরি গু’লিচা’লায়। এসময় গাড়ির কাচ ভেদ করে একাধিক গু’লিবিদ্ধ হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুল হালিম চৌধুরী ছিলেন সাবেক মন্ত্রী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী এবং দীর্ঘদিন ধরে রাউজান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এদিকে এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতাকর্মীরা বলেন, “দলীয় নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা ও হত্যা গণতান্ত্রিক রাজনীতির জন্য ভয়াবহ বার্তা।” তারা আবদুল হালিম চৌধুরী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় এক রাজনৈতিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোষীদের বিচার না হলে আরও শোক, আরও রক্তক্ষয় দেখতে হবে।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।