জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখা’র খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের দুই বছর মেয়াদের ১১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় রামগড় উপজেলা প্রেসক্লাবের হলরুমে পুরাতন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন যে, দেশে সার ব্যবস্থাপনায় বড় সমস্যা সৃষ্টি হয় বৈষম্যমূল নিয়মে নিয়োগ প্রাপ্ত এবং পরিচালিত বিএডিসি এর সার ডিলার গন।
বিসিআইসি’র সার ডিলার ও খুচরা সার বিক্রেতা গন কঠোর তদারকি এবং নিয়মের মধ্যদিয়ে ব্যবসা করতে হয়, তাদের জামানত যথাক্রমে দুই লক্ষ ও ত্রিশ হাজার টাকা, অন্যদিকে বিএডিসি’র সার ডিলারের জামানত মাত্র ২৫০০০ টাকা। প্রতি ইউনিয়নের বিসিআইসি’র প্রতিটি ডিলারের বরাদ্দের ৫০% ইউরিয়া ও নন-ইউরিয়া সার ঐ এলাকার খুচরা বিক্রেতা গন সম্মিলিত ভাবে ক্রয় করে কৃষকের মাঝে বিক্রি করে।
অবশিষ্ট ৫০% সার ঐ বিসিআইসির ডিলার নিজে কৃষকের মাঝে সরাসরি বিক্রি করে।
কিন্তু বিএডিসি সার ডিলার গন বিসিআইসি’র সমান নন-ইউরিয়া বরাদ্দ পেলেও খুচরা বিক্রেতা দের নিকট সার বিক্রি না করার করনে তাদের কাছে বেশি নন-ইউরিয়া সার মজুদ হয়। এসব অতিরিক্ত নন-ইউরিয়া সার বিএডিসি’র ডিলারগন সিন্ডিকেট করে নন-ইউরিয়া সাররের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করে। এই দেশে শুধু নন-ইউরিয়া সারের সংকট সৃষ্টি হয়ে দাম বেড়ে যায়। এর থেকে প্রমাণিত সার সংকটে মূল কারন সমস্যা বৈষম্য মূলক নিয়মে নিয়োগপ্রাপ্ত ডিএডিসির সার ডিলারগণ।
অন্য দিকে খুচরা বিক্রেতা গন সিমিত বরাদ্দের সার দিয়ে তৃণমূল পর্যায়ে কৃষকের মাঝে নগদ ও বাকী তে বিক্রি করে কৃষক প্রকৃত বন্ধুর ভূমিকা পালন করে আসছে।
অথচ নতুন নিতীমালায় নাকি খুচরা সার বিক্রেতা নামে কিছুই থাকবেনা। এত বছরের ব্যবসা বন্ধ হলে দেশের প্রায় চল্লিশ হাজার খুচরা বিক্রেতা পরিবার নিঃস্ব হয়ে পথে দাঁড়াবে। সরকার কে নতুন নীতিমালা বাস্তবায়ন না করার আহব্বান করেন,
সর্বশেষে উপস্থিত সকলের মতামত ও সম্মতিতে আবুল কাশেম কে সভাপতি ও মো: আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যদের কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে মো: হানিফ, সহ সাধারণ সম্পাদক পদে মির হোসেন কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম প্রমুখ।