শাকপুর দারুল ইহসান মাদ্রাসার সৌজন্যে চতুর্থ বারের মতো ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

 

শাহজালাল ভুঁইয়া সজিব
স্টাপ রিপোর্টার

গতকাল ১৪ অক্টোবর ২০২৫ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর দারুল ইহসান মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির,তাহরিকে খতমে নবুয়্যাত বাংলাদেশ, আল্লামা সাইয়্যেদ ডঃ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম হেলালী অধ্যক্ষ,শশাইয়া ফাযিল মাদ্রাসা বরুড়া কুমিল্লা , তরুণ আলেমে দ্বীন মাওলানা গোলাম রাব্বানী কাশেমী খতিব গাউছুল আযম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা,
প্রধান মেহমান আলহাজ্ব মোহাম্মদ হাসান ভুঁইয়া বিশিষ্ট সমাজ সেবক শাকপুর বরুড়া কুমিল্লা
সভাপতিত্ব করেন মুফতি মানজুর হোসাইন খন্দকার খতিব আল-নুর জামে মসজিদ বাড্ডা ঢাকা সিনিয়র মুফাসসির, বিটিভি ও বাংলাদেশ বেতার
নাত পরিবেশন করেছেন
শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এডভোকেট আব্দুস সবুর, কুমিল্লা জজকোর্ট,অশ্বদিয়া বরুড়া কুমিল্লা, এডভোকেট ফরিদ আহমেদ মজুমদার কুমিল্লা জজকোর্ট বিষ্ণপুর বরুড়া কুমিল্লা, মাজহারুল ইসলাম লিটন ম্যানেজার ন্যাশনাল ব্যাংক বরুড়া কুমিল্লা , এডভোকেট মনিরুজ্জামান সোহাগ জজকোর্ট কুমিল্লা,শাকপুর বরুড়া কুমিল্লা, গাজী ইমাম হোসাইন লন্ডন প্রবাসী শাকপুর বরুড়া কুমিল্লা, শফিকুল ইসলাম অর্জুনতলা বরুড়া কুমিল্লা,ডাঃ রায়হান হোসেন সেনট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা, মনিরুজ্জামান সোহাগ শাকপুর,কাজী সোহেল রানা চেয়ারম্যান কাজী ফাউন্ডেশন, আব্দুস সাত্তার ভুঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী শাকপুর পুরাতন বাজার বরুড়া কুমিল্লা, গাজী সফিকুল ইসলাম শাকপুর, মাস্টার শফিউল্লাহ মুন্সী শাকপুর, জাহাঙ্গীর আলম খন্দকার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাকপুর বরুড়া কুমিল্লা, আব্দুল খালেক মুন্সী চেয়ারম্যান শাকপুর ইউনিয়ন বরুড়া কুমিল্লা, আবুল হাসেম ভূঁঞা বিশিষ্ট রাজনীতিবিদ শাকপুর বরুড়া কুমিল্লা, মাস্টার সাইফুল ইসলাম খন্দকার শাকপুর হাইস্কুল বরুড়া কুমিল্লা, ইসমাইল হোসেন ভুঁইয়া শাকপুর বরুড়া কুমিল্লা, মুকবুল হোসেন ভুঁইয়া মেম্বার ৯নং ওয়ার্ড, শাকপুর,আব্দুস সাত্তার মেম্বার ৭নং ওয়ার্ড শাকপুর, মোঃ মহিউদ্দিন মেম্বার ৮নং ওয়ার্ড শাকপুর , সোহেল রানা খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী, শাকপুর বরুড়া কুমিল্লা, সোহাগ হোসেন ভুঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী শাকপুর পুরাতন বাজার বরুড়া কুমিল্লা, মোহাম্মদ আতিক উল্লাহ ভূঁইয়া সদস্য শাকপুর পশ্চিম পাড়া নুরানী হাফিজিয়া এতিম খানা মাদ্রাসা, আবদুরাজ্জাক খন্দকার কাতার প্রবাসী,কবির হোসেন কাতার প্রবাসী, সাংবাদিক ইলিয়াস বরুড়া প্রেসক্লাব, সাংবাদিক শাহজালাল ভুঁইয়া সজিব, যুগ্ম মহাসচিব বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম, এবং বিভিন্ন দুর দুরদুরান্ত থেকে আশা আলেম ওলামায়ে কেরাম মেহমান ও সমাজের সকল শ্রেণীর মানুষের ঢল,, মাওলানা মুফতি মানজুর হোসাইন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন , মাওলানা মুফতি মানজুর হোসাইন দেশ বিদেশে বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামিক আলোচক , ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব বলেন মুফতি মানজুর হোসাইন সুদু শাকপুরের সুনাম অর্জন করে নাই পুরা সুন্নি মুসলিম আহালে সুন্নাত আল জামায়াতের সু নামি ব্যক্তির নাম মাওলানা মুফতি মানজুর হোসাইন, সর্বশেষ ডঃ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব মুনাজাতের মধ্যে দিয়ে শেষ করেছেন ইসলামী মহাসম্মেলন

শেয়ার করুনঃ