কামরুল ইসলাম চট্টগ্রাম
সিএমপি’র পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কর্তৃক দ্রুত সময়ের মধ্যে পরিচালিত অভিযানে মব সৃষ্টি করে পুলিশ আক্রান্ত মামলার মূল হোতাসহ মোট ০২ জন আটক
পতেঙ্গা মডেল থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনর্চাজ কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন এর নেতৃত্বে এসআই/মোহাম্মদ ইমরান সংগীয় ফোর্সসহ ইং ০৯-১০-২০২৫ তারিখ পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পতেঙ্গা থানাধীন কাটগর বাজারের সামনে মব সৃষ্টি করে ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় মূল আসামী ১) মোঃ শাহেদ খান (২৫) ও ২) মোঃ নয়ন (৪২) দ্বয়কে গ্রেফতার করেন এবং এজাহারে বর্ণিত আসামীর দেখানো মতে উক্ত টমটম অটোরিকশা জব্দ করেন। আসামীদ্বয়কে পতেঙ্গা মডেল থানার মামলা নং-৪, তারিখ- ০৮/১০/২০২৫ইং, ধারা- ৮৯/৯৯ সড়ক পরিবহন আইন, ২০১৮; তৎসহ ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে