কামরুল ইসলাম
বাঁশখালী থানার চৌকষ সাহসী পুলিশ অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের দূর্ধষ অভিযানে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পিকআপসহ ১ জন গ্রেফতার
অদ্য ০৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৯:১৫ ঘটিকায় বাঁশখালী থানার এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড, পুটখালী ব্রীজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ রুবেল প্রঃ সোহেল (৩৫) গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির ঠিকানা: সাং-ঝিম্মনখালী, মিনা বাজার, ০৬নং ওয়ার্ড, ২নং হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
উক্ত ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।