১০২ পুরিয়া গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

কামরুল ইসলাম

অদ্য ১৪/১০/২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.০৫ ঘটিকায় জোরারগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার চিনকি আস্তানা রেলস্টেশন সংলগ্ন “জলিল ষ্টোর” নামক দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দোকানদার আসামী আব্দুল জলিল (৬৫) এর হেফাজত হতে বিশেষ কায়দায় সিগারেটের প্যাকেটের ভিতরে প্যাকেটজাত করা মোট ১০২ (একশত দুই) পুরিয়া গাঁজা (ওজন ৪৬০ গ্রাম) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম- মোঃ আব্দুল জলিল (৬৫), পিতা-মৃত নজির আহমদ, মাতা-মনধন বিয়া, গ্রাম-খিলমুরারী, ৫নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম মর্মে জানায়।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে ০৪ (চার)টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুনঃ