রাসেদ বিল্লাহ চিশতীঃ বৃহত্তর নোয়াখালী জেলার বর্তমান লক্ষিপুর আলেকজান্ডার দায়রা শরীফের পীর সাহেব শাহ্ আবদুল মালেকের দাফন সম্পুর্ন হয়েছে। শনিবার বাদ আসর (৪.৪৫ মিনিট) সময় লক্ষিপুর আলেকজান্ডার আ.স.ম রব ডিগ্রি কলেজ মাঠে মরহুম পিরের জানাযা নামাজ শেষে ঐতিহ্যবাহী দায়রা শরীফের পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন হয়েছে। জানাজা নামাজের ঈমামতি করেন পিরের জৈষ্ঠ্য পুত্র আমেরিকা প্রবাসী আবদুল্লা আল মাহমুদ শিবলী। মৃত্যুকালে তার বয়স ১০১ বছর হয়েছে বলে জানা যায়।
লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার দায়রা বাড়ির পীর সাহেব শাহ্ আবদুল মালেক গত (৯ অক্টোবর ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় দায়রা বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে পির আবদুল মালেক শাহ স্ত্রী, ৫ ছেলে ৫ কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তার বড় ছেলে আমেরিকা প্রবাসী আবদুল্লা আল মাহমুদ শিবলী জরুরী ফ্লাইটে দেশে আসেন।
তিনি স্থানীয় উচ্চমানের সমাজসেবক, ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শাহ্ আবদুল মালেক রচিত ধর্মীয় কর্মসূচি ও সমাজসেবামূলক উদ্যোগের জন্য তিনি সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন। তাঁর প্রভাব ও সাহায্যে অসংখ্য মানুষ জীবন অর্জন করেছে। তাঁর মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।