ন্যায়ের শাসন ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে—মনোহরদীতে মাওলানা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী পৌর এলাকার ৩নং ও ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এক বিশাল গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগকালে তিনি স্থানীয় দোকানপাট, বাজার ও গৃহে গৃহে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কল্যাণে ইসলামী রাজনীতির বিকল্প নেই। ইনশা’আল্লাহ, আমরা সততা ও সেবার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর, সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ, যুব ও ছাত্রশিবিরের কর্মীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এলাকাবাসী মাওলানা জাহাঙ্গীর আলমের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মাওলানা জাহাঙ্গীর আলম একজন সৎ, আদর্শবান ও জনগণের নিবেদিতপ্রাণ নেতা। তাঁর নেতৃত্বে মনোহরদী-বেলাব অঞ্চলে ন্যায়ের শাসন ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ