জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুড়াগাছা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন আলমগীর হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদের।
তিনি বলেন, “ভোট হলো জনগণের অধিকার। দাঁড়িপাল্লা হলো ন্যায় ও ন্যায্যতার প্রতীক—এ প্রতীকের মাধ্যমে দেশের মানুষের সেবা ও পরিবর্তনের লক্ষ্যেই আমাদের অগ্রযাত্রা। সাধারণ মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়াগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোল্লা মামুন আজাদ, সাহিত্য সম্পাদক আল মামুনসহ বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।