মাদারীপুরের দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে কলা গাছের ভেলা বাইচ ২০২৫ অনুষ্ঠিত

 

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর জেলার, কুনিয়া ইউনিয়নের, দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যেগে, কলা গাছের ভেলা বাইচ, ২০২৫ অনুষ্ঠিত হয়, আয়োজনে ছিলেন, কুনিয়া ইউনিয়নের, দিয়াপাড়া, রাজধরদী ও ত্রিভাগদী।

আয়োজন ও পরিচালনা কমিটিতে ছিলেন, হুমায়ন কাজী, গিয়াস উদ্দীন কবিরাজ, অহিদুল আকন, আজিবুল আকন, আক্কাস বেপারী, জমির ফকির, এ্যাডঃ মুকুল মুন্সি, রাজাক, আজিজুল শরীফ, সহিদুল মাতুব্বর, অ্যাডঃ জালালউদ্দিন, ইকবাল বেপারী, আফজাল বেপারী, জাফর নক্তী, জামিল মাতুব্বর, সানোয়ার মাতুব্বর, আবুল হোসেন মাতুব্বর, প্রমুখ, এই বাইচটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।

প্রথম পুরস্কার, একটি ঘোড়া, বিজয়ী হয়েছেন, ফোরহাদ বেপারী,
দ্বিতীয় পুরস্কার একটি ২১ ইঞ্চি টেলিভিশন, বিজয় হয়েছেন, রবিউল কোটালীপাড়া,
তৃতীয় পুরস্কার, একটি রাইসকুকার, বিজয় হয়েছেন, আকরাম দিয়াপাড়া।

শেয়ার করুনঃ