সাভারে ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু — তদন্তের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ

 

NEWS DESK সাভার মডেল থানায় গত ২৬ সেপ্টেম্বর মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট একটি মামলা রুজু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় পাঁচজন সাংবাদিক। মামলাটি নং-৭২, যেখানে বাদী হিসেবে নাম রয়েছে আলী রেজা রাজু (ফরমা রাজু) নামের এক ব্যক্তি। তিনি একসময় পুলিশের সোর্স ছিলেন এবং বর্তমানে নিজেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চলছেন বলে অভিযোগ উঠেছে।

মামলায় আসামি করা হয়েছে —দ্য ডেইলি সান পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান মানিক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ রুবেল হোসেন, দ্য কান্ট্রি টুডে পত্রিকার সাভার প্রতিনিধি এইচ. এম. সাগর, দৈনিক মুক্ত খবর পত্রিকার কাজী দেলোয়ার হোসেন এবং চ্যানেল A1 এর সাংবাদিক মোঃ জাকির হোসেনকে।

বিবাদীগণ অভিযোগ করেন, “কোনো তদন্ত ছাড়াই আমাদের বিরুদ্ধে এজাহার গ্রহণ করা হয়েছে। এটি সাংবাদিক সমাজের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে করা হয়েছে।” তারা বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেন কেউ হয়রানির শিকার না হয় — সেজন্য প্রশাসনের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।”

বিবাদীদের দাবি, মামলাটি রুজু করাতে আলী রেজা রাজু (ফরমা রাজু) পুলিশ সোর্স হিসেবে তার প্রভাব খাটিয়েছেন এবং ৫ জন গণমাধ্যম কর্মীদের নাম বিক্রিত করে মিথ্যা তথ্য দিয়ে থানার কর্মকর্তাকে বিভ্রান্ত করেছেন।

বাদীর উল্লেখিত ঘটনাটি সম্পর্কে আমরা কিছুই জানি না।” মামলায় “উল্লিখিত” গত ৯ সেপ্টেম্বর রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে যায়যায়দিন পত্রিকার সাংবাদিককে অপহরণ, নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাটি পুরোপুরি মিথ্যা।

অন্যদিকে, দৈনিক যায়যায়দিন পত্রিকার অফিস সূত্রে জানা যায়, আলী রেজা রাজু নামের কেউ ওই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট নন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, “তিনি আমাদের কোনো প্রতিনিধি নন; তার পরিচয় ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকরা আরও দাবি করেন, ঘটনার দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তারা নিজ নিজ পেশাগত কাজে ব্যস্ত ছিলেন — যা মোবাইল ট্র্যাকিং ও কর্মস্থলের তথ্য বিশ্লেষণেই প্রমাণ করা সম্ভব।

তারা বলেন, “মামলার বাদী যে বিবস্ত্র ভিডিওর কথা বলেছেন, সেটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হলে জানা যাবে ভিডিওটি কতদিন আগের এবং কোথায় ধারণ করা হয়েছে। এতে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।”

তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “আইনের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা শুধু চাই — সত্য উদ্ঘাটিত হোক এবং মিথ্যা মামলা থেকে আমাদের অব্যাহতি দেওয়া হোক।”

এদিকে এলাকাবাসীর অভিযোগ, আলী রেজা রাজু (ফরমা রাজু) দীর্ঘদিন ধরে হেমায়েতপুর এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে প্রভাব খাটিয়ে চলেছেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি অতীতে তিনি স্থানীয়দের হাতে গাঁজা বিক্রির সময় ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন বলেও জানা গেছে।

স্থানীয় সাংবাদিক সমাজ অভিযোগ করেছেন, “এটি একটি ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত মামলা, যার মাধ্যমে পেশাদার গণমাধ্যম কর্মীদের হয়রানি করা হচ্ছে।” এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ