জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৫নং গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ী পূর্বপাড়া তরুণ ক্লাবের আয়োজনে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “হা-ডু-ডু প্রতিযোগিতা–২০২৫” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে কুড়িবাড়ী চানপুর মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী, টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ী) আসনের জননন্দিত নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাসুদ।
খেলার ধারাভাষ্য পরিচালনা করেন জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল্লাহ্ আল মামুন।
ফাইনাল খেলায় অংশ নেয় শাপলা স্পোর্টিং ক্লাব ও এস.এইচ. ফোরটি ক্লাব। উত্তেজনাপূর্ণ খেলায় শাপলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ মজিবর রহমান।
খেলা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন
মধুপুর–ধনবাড়ীতে ধান চাষের জন্য স্থানীয় চাষিদেরই অগ্রাধিকার দেওয়া উচিত। বাইরের চাষিকে দায়িত্ব দিলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। যারা এই অঞ্চলের মাটির গুণাগুণ বোঝে, তারাই সর্বোচ্চ ফলন দিতে পারে। অতীতে বাইরের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ধারাবাহিকভাবে পরাজয় এসেছে। এবারও যদি বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হয়, অন্তত দুই লক্ষ ভোটের ব্যবধানে হার অবশ্যম্ভাবী।
দিনব্যাপী এ খেলা উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।