আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মনোহরদী থানা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে নতুন কমিটি গঠন করা হয়। এতে মনোহরদী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সফিউল্লাহ পুনরায় সভাপতি, মাওলানা আবুল কাসেমকে সহ-সভাপতি এবং মাওলানা মুফতি উমর ফারুককে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ ১নভেম্বর (শনিবার) সকাল ১০টায় মনোহরদী বাইপাস রোডস্থ আইএবি মিলনায়তনে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি হাফেজ মাওলানা সফিউল্লাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-০১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শওকত হোসাইন সরকার। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুসা বিন কাসিম, কেন্দ্রীয় শরীয়াহ বিষয়ক সম্পাদক মুফতি লুৎফর রহমান ফারায়েজী এবং নরসিংদী-০৪ (মনোহরদী–বেলাবো) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ছাইফুল্লাহ প্রধান।
বক্তারা বলেন, সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা, ইমাম-উলামাদের মর্যাদা রক্ষা এবং সমাজসেবা ও কল্যাণভিত্তিক কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত করতে উলামা সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ মনোহরদী উপজেলাজুড়ে দাওয়াতি কার্যক্রম, দ্বীনি শিক্ষা বিস্তার, ইমাম-খতিবদের কল্যাণ ও সামাজিক সংস্কারমূলক কাজে আরও গতিশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম শেষ হয়।