কাদাকাটিতে বীর মুক্তিযোদ্ধা সায়েদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সায়েদ আলী ফকির(৭৫) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১০ টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। রবিবার(১২অক্টোবর) দুপুরে চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বাদ জোহর তেঁতুলিয়া বাজার জামে মসজিদ চত্বরে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের ইমাম মাওঃ রমজান আলী।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা সংসদের সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ