চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

আসন্ন সংসদ নির্বাচনসহ যেকোনো স্থানীয় নির্বাচনে পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নির্বাচনী দায়িত্ব সুচারুভাবে ও নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

আজ, ০৫ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার সকাল ০৯টায়, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে এই প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় নির্বাচনের সুষ্ঠুতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “সংসদ নির্বাচনসহ যেকোনো স্থানীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও যোগ করেন যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে সকল পুলিশ সদস্যকে তাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে।

পুলিশ সুপার জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা প্রদান করা।

তিন দিনব্যাপী এই কোর্সে প্রশিক্ষণের বিষয়বস্তু যথেষ্ট বিস্তৃত ও আধুনিক। বিশেষ সেশনগুলোতে যেসব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে:

নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল: মাঠ পর্যায়ে কীভাবে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়ে কৌশলগত আলোচনা।

জনসংযোগ: নির্বাচন চলাকালীন সময়ে সাধারণ জনগণের সাথে পুলিশের সম্পর্ক ও যোগাযোগ কিভাবে আরও উন্নত করা যায়।

সংকট মোকাবিলা (Crisis Management): যেকোনো অপ্রত্যাশিত বা গুরুতর আইন-শৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সাথে এবং দ্রুততার সাথে মোকাবিলার পদ্ধতি।

আধুনিক প্রযুক্তির ব্যবহার: নির্বাচনকালীন দায়িত্বে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামাদির সঠিক ও কার্যকর প্রয়োগ।

আইনের যথাযথ প্রয়োগ: নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সম্পর্কে গভীর জ্ঞান এবং সেগুলোর নিরপেক্ষ প্রয়োগ।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন যে এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে, যা নির্বাচনকালীন সময়ে তাদের নির্ভুল ও আত্মবিশ্বাসী ভূমিকা পালনে সহায়তা করবে।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা এবং জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা।

এছাড়া প্রশিক্ষণার্থী কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের সক্ষমতার মান আরও কয়েক ধাপ এগিয়ে নিতে বদ্ধপরিকর।

শেয়ার করুনঃ