মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, ভূয়া নামে সার উত্তোলন ও বিক্রয় এবং ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকার মতো একাধিক গুরুতর অনিয়মের দায়ে চুয়াডাঙ্গার দর্শনায় একটি সার ডিলার প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার ১২ অক্টোবর ২০২৫ দুপুরে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।
রবিবার দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিকুর রহমানের নেতৃত্বে দর্শনা পুরাতন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিসিআইসির সার ডিলার মেসার্স সাইফুল ইসলাম-এর বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা উল্লেখযোগ্য
অভিযোগগুলো হলো:
১. বেশি দামে সার বিক্রি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে মুনাফা লুটা।
২. ভূয়া নামে সার উত্তোলন ও বিক্রয়: অস্তিত্বহীন বা ভূয়া নামে সার উত্তোলন করে তা খোলাবাজারে বিক্রির মাধ্যমে সরকারি নিয়মনীতি ভঙ্গ।
৩. ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা: ব্যবসায়ের বৈধতা ও সরকারি নিয়ম মানার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স যথাযথভাবে হালনাগাদ না রাখা।
এসব গুরুতর অপরাধের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিকুর রহমান সাংবাদিকদের জানান, জনস্বার্থে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি বলেন, “ন্যায্য মূল্য নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সার একটি গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। কোনো ডিলার বা ব্যবসায়ী সিন্ডিকেট করে এর মূল্য বৃদ্ধি করলে কিংবা অবৈধ উপায়ে সার উত্তোলন ও বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন, ন্যায্য মূল্য, সঠিক মান ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন থাকার এবং যেকোনো অনিয়ম দেখলেই প্রশাসনকে জানানোর আহ্বান জানান।
দীর্ঘদিন ধরে সার নিয়ে কিছু অসাধু ডিলারের বিরুদ্ধে বেশি দাম রাখার অভিযোগ ছিল। প্রশাসনের এই দ্রুত ও কঠোর পদক্ষেপকে এলাকাবাসী ও কৃষকরা স্বস্তি ও প্রশংসা জানিয়েছেন।
তারা আশা করছেন, এই জরিমানার ফলে অন্যান্য ডিলাররা সতর্ক হবেন এবং ভবিষ্যতে সারের বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।