চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত: কঠোর শৃঙ্খলা ও ফিটনেসের উপর জোর

মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং শারীরিক সক্ষমতা বজায় রাখার প্রত্যয়ে আজ, ০৮ অক্টোবর ২০২৫ তারিখ রোজ বুধবার, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অত্যন্ত জাঁকজমক ও কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলার সকল ইউনিট ইনচার্জ এবং অফিসার ফোর্সের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ০৮:৩০ ঘটিকায় এই প্যারেড শুরু হয়।

এদিনের মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ এবং প্যারেড পরিদর্শনের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়।

প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও নেতৃত্ব প্রদানের গুরুদায়িত্বে প্যারেড অধিনায়ক (প্যারেড কমান্ডার) হিসেবে ছিলেন জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয় প্যারেডের শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে প্রত্যেকটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

তিনি বিশেষ করে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট (পোশাক পরিধানের পরিচ্ছন্নতা ও পরিপাটিতা), এবং প্যারেডের শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় প্যারেডে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি চমৎকার শারীরিক ফিটনেস এবং আদর্শ টার্ন আউট প্রদর্শনকারী অফিসার ফোর্সের মাঝে তাৎক্ষণিকভাবে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।

এই ধরনের পুরস্কার প্রদান জেলা পুলিশের সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও উদ্দীপনা আরও বাড়াতে সহায়ক ভূমিকা রাখে বলে মনে করা হচ্ছে।

প্যারেড পরিদর্শন এবং পুরস্কার বিতরণ পর্ব শেষে পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয় জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তাঁর বক্তব্যে তিনি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) এবং সম্মানিত রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় কর্তৃক প্রদত্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ স্পষ্টভাবে তুলে ধরেন।

এসব নির্দেশনার মধ্যে জনমুখী পুলিশিং, মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি, দ্রুত আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি সেবামূলক মনোভাব নিয়ে জনগণের পাশে থাকার গুরুত্বারোপ করা হয়।

এদিনের সাপ্তাহিক মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই প্যারেড চুয়াডাঙ্গা জেলা পুলিশের শৃঙ্খলা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুনঃ