চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে লোকাল বাস খাদে, আহত অন্তত ৮ জন

মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ৮ মাইল ও ৯ মাইলের মাঝামাঝি বড় হন্দর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাসটি (রেজিস্ট্রেশন নম্বর: কিশোরগঞ্জ-১১-০০১৭) চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।

বাসটি বড় হন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি পরিবহনকে জায়গা দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে দ্রুতগতিতে চলতে থাকা বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসটি খাদে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হোসেন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জানান, “বাসটি ঝিনাইদহ থেকে আসছিল। বড় হন্দর এলাকায় সামনের অন্য একটি বাসকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই বাসটি খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি।”

দুর্ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে, তাৎক্ষণিকভাবে গুরুতর জখমের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত খাদে পড়া বাসটির ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, চালকের অতিরিক্ত গতি ও অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, “সড়কটি তুলনামূলকভাবে ফাঁকা থাকায় অনেক সময় চালকেরা দ্রুত গতিতে গাড়ি চালান।

বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে এড়িয়ে যেতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

এই দুর্ঘটনার ফলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ