চুয়াডাঙ্গা-০২: ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর মতবিনিময় সভায় বিপুল উৎসাহ-উদ্দীপনা

মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-০২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত ও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, জেলা বিএনপির সভাপতি এবং বিজিএমইএ-এর সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু নির্বাচনী প্রচারণায় গতি বাড়িয়েছেন।

তারই অংশ হিসেবে, তিনি সম্প্রতি দামুড়হুদা উপজেলা বিএনপি এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে এই সভা। নির্বাচনে জয়লাভের কৌশল নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রার্থীর পাশে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া।

এছাড়াও, স্থানীয় সাংগঠনিক শক্তিকে মজবুত করার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় নেতা শামসুল আলম, ওসমান গনি, ইদ্রিস আলী, রুহুল আমিন এবং ইউসুফ আলী-সহ প্রতিটি ইউনিয়ন থেকে আগত ‘সুপার ফাইভ’ সদস্যবৃন্দ।

সভায় মাহমুদ হাসান খান বাবু তার বক্তব্যে কর্মীদের উদ্দেশে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।

এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। ধানের শীষ প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

তিনি আরও বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, যদি তিনি নির্বাচিত হন তবে চুয়াডাঙ্গা-০২ আসনের জনগণের ভাগ্য উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন।

নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে মাহমুদ হাসান খান বাবু বলেন, “আপনারাই আমাদের মূল শক্তি। প্রতিটি ভোটারের কাছে যেতে হবে, বর্তমান সরকারের ব্যর্থতা এবং বিএনপির সুষ্ঠু ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিতে হবে।

ভয়-ভীতি উপেক্ষা করে কেন্দ্র পাহারা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে কোনো অপশক্তি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে।”

উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, “আমরা একতাবদ্ধ। তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর।”

সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু কর্মীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন এবং নির্বাচনী কার্যক্রম সফল করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সভার শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নির্বাচনী কমিটি গঠন করে প্রচারণার কাজ আরও জোরদার করা হবে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, এই মতবিনিময় সভা চুয়াডাঙ্গা-০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল।

মাহমুদ হাসান খান বাবুকে বিজয়ী করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।

শেয়ার করুনঃ