মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
টাইফয়েড জ্বর প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আজ রবিবার (১২ অক্টোবর, ২০২৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইন শুরু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
এ উপলক্ষে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি বিষয়ক কর্মকর্তা (এসিল্যান্ড) কে এইচ তাসফিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ রাফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু হাসান, এবং মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমান।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা ভূমি বিষয়ক কর্মকর্তা কে এইচ তাসফিকুর রহমান টাইফয়েড জ্বরের ভয়াবহতা ও এর প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “টাইফয়েড একটি পানিবাহিত রোগ যা আমাদের শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
এই টিকাদান কর্মসূচি শুধুমাত্র একটি স্বাস্থ্যসেবা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা টাইফয়েডমুক্ত একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হবো।”
তিনি ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা কামনা করেন। মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমান টিকাদান কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। তিনি টিকার কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উপস্থিত সকলের ভুল ধারণা নিরসন করেন এবং অভিভাবকদের প্রতি আহবান জানান যেন তারা সময়মতো তাদের সন্তানদের টিকা দেওয়া নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জনস্বাস্থ্যের সুরক্ষায় এমন আরও উদ্যোগ নিতে বদ্ধপরিকর।
মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ রাফিজুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু হাসান তাদের বক্তব্যে বলেন, স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিতে হবে। তারা টাইফয়েড টিকা গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতার নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন, যারা ক্যাম্পেইন পরিচালনায় সরাসরি যুক্ত থাকবেন। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ সংবাদ সংগ্রহ ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা পালনের জন্য উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু করেন এবং সারিবদ্ধভাবে শিশুদের টিকা নিতে দেখা যায়। স্বাস্থ্যকর্মীরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন। এই ক্যাম্পেইন পর্যায়ক্রমে দামুড়হুদা উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট কেন্দ্রে পরিচালিত হবে।
কর্তৃপক্ষ আশা করছেন, এই উদ্যোগের ফলে উপজেলা পর্যায়ে টাইফয়েড জ্বরের প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।