ধানের শীষে ভোট চেয়ে জীবননগরে পৌর যুবদলের বিশাল মোটরসাইকেল শো-ডাউন: তরুণদের ঐক্যবদ্ধতার বার্তা

 

মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে ভোট প্রার্থনার মধ্য দিয়ে এক বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ এর পক্ষে ভোট চেয়ে জীবননগর পৌর যুবদলের উদ্যোগে এই শো-ডাউনটি পৌর এলাকার তরুণদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জীবননগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিলটি বের হয়। শো-ডাউনটি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু’র পক্ষে আয়োজন করা হয়।

এর মধ্য দিয়ে জীবননগর পৌর যুবদল তাদের সাংগঠনিক শক্তির প্রমাণ দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারণা শুরু করার বার্তা দিল।

মোটরসাইকেল শো-ডাউনটির নেতৃত্ব দেন জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সর্দার। তিনি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সুশৃঙ্খলভাবে শো-ডাউনে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, সদস্য বকুল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান চাঁদ সহ পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া শো-ডাউনে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড পর্যায়ের অসংখ্য সক্রিয় নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে পুরো জীবননগর পৌর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে এগিয়ে যান।

শো-ডাউন চলাকালে নেতৃবৃন্দ জনগণের প্রতি তাদের বার্তা তুলে ধরেন। পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সর্দার ও অন্যান্য নেতারা বলেন, “বিএনপির গণজাগরণে অংশ নিতে এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে জীবননগরের তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি এবং জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের পবিত্র লক্ষ্য নিয়ে আমরা রাজপথে নেমেছি, এবং এই সংগ্রাম আমরা চালিয়ে যাব।”

নেতৃবৃন্দ আরও বলেন যে, এই শো-ডাউন জীবননগরের সাধারণ মানুষ ও তরুণ সমাজের একটি বড় অংশের সমর্থন এবং প্রত্যাশার প্রতিফলন।

তারা জনগণের প্রতি জোর আহ্বান জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে দেশে গণতন্ত্রের স্বাভাবিক ধারা ফেরাতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

তাদের মতে, এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, জনগণের মৌলিক অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই।

বিশাল এই মোটরসাইকেল শো-ডাউনটি জীবননগর পৌর এলাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের সাংগঠনিক সক্ষমতা এবং কর্মীদের মনোবল বৃদ্ধি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একইসাথে, এটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে।

তরুণদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আসন্ন নির্বাচনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুনঃ