ফুলকুঁড়ি আসর এর প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা

মাওয়াজুর রহমান, ইবি প্রতিনিধি:

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে ইবি তারারমেলা শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে  ‘মাইন্ড ম্যারাথন’সিজন-২। সোমবার (১৩ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল ও কলেজে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় ইবি তারারমেলা শাখার অধীন  ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল ও কলেজ, বসন্তপুর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল, বসন্তপুর সম্মিলনী উচ্চ মাধ্যমিক স্কুল,বসন্তপুর সরকারি প্রাইমারি  স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত, ফুলকুঁড়ি আসর ইবি তারারমেলা শাখার পরিচালক আহনাফউজ্জামান, সহকারী পরিচালক মুবাশ্বির আলম, শাখা অফিস ও শিক্ষা সম্পাদক সাদাত সালেহীন, ওয়েজ কুরুনী, মাহফুজুর রহমান।

ফুলকুঁড়ি আসর ইবি তারারমেলা শাখার পরিচালক আহনাফউজ্জামান বলেন, আমরা ফুলকুড়ি আসর এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মাইন্ড ম্যরাথনের আয়োজন করি। যেখানে ইবি তারার মেলা শাখার অধীন প্রতিষ্ঠান সমূহের ১৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকবে। আশা করা যাচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি এক ভিন্নমাত্রা লাভ করে। আমাদের এই মাস ব্যাপি যে কর্মসূচি শিশু-কিশোরদের মনন বিকাশের জন্য সবচেয়ে বেশি কর্যকরি ভূমিকা রাখবে।আমরা অঙ্গীকারবদ্ধ শিশু বিকাশ কার্যক্রমের জন্য যতগুলো ক্ষেত্রে কাজ করা প্রয়োজন আমরা ততগুলো   ক্ষেত্রে কাজ করে যাব।

উল্লেখ্য, ৫০ নম্বরের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল- সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন এবং আইকিউ। প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নতুন কিছু শেখার এবং মেধার সঠিক মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে ‘মাইন্ড ম্যারাথন’।

শেয়ার করুনঃ