ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব চান মিয়ার পরিবারের পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ

 

মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী হঠাৎপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই চাঁব মিয়ার বসতঘরটি পুড়ে ছায় হয়ে যায়। আগুনে সবকিছু হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিল।

এই চরম দুঃসময়ে মানবিকতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

তিনি শুধু সান্ত্বনা দিয়েই ক্ষান্ত হননি, বরং আশ্রয়, মাসব্যাপী ব্যয়ভার বহন এবং নতুন করে ঘর নির্মাণের ঘোষণা দিয়ে পরিবারটির জীবনে নতুন আশার আলো ফিরিয়ে এনেছেন।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে শরীফুজ্জামান শরীফ ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত চান মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন ও গভীর সমবেদনা জানান।

মানবিকতার এক অনন্য নজির স্থাপন করে তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটির মাসব্যাপী সব ধরনের ব্যয়ভার (খাদ্য ও দৈনন্দিন খরচ) নিজের কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দেন।

একইসঙ্গে তিনি চান মিয়ার পরিবারের জন্য নতুন একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য তিনি রান্নাবান্নার প্রয়োজনীয় হাড়ি-পাতিল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিজ হাতে কিনে দেন। তাঁর এই দ্রুত পদক্ষেপ পরিবারটিকে সাময়িক স্বস্তি এনে দেয়।

এসময় শরীফুজ্জামান শরীফ বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

চান মিয়ার পরিবারের এই কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাঁদের ঘর পুনর্নির্মাণের খরচ বহন করব। পাশাপাশি আগামী এক মাসের খাদ্য ও দৈনন্দিন খরচের দায়িত্বও নিচ্ছি।দলীয়ভাবেও দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়—মানুষের বিপদে পাশে থাকা। আমি চাই চুয়াডাঙ্গার মানুষ জানুক, তারা একা নয়। জেলা বিএনপি সবসময় জনগণের পাশে আছে।”

সবকিছু হারিয়ে দিশেহারা চান মিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকের এই উদ্যোগে আবেগাপ্লুত হয়ে বলেন, “সবকিছু হারিয়ে আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম।

কোথায় যাবো, কীভাবে ঘর তুলবো জানতাম না। এমন সময় শরীফুজ্জামান শরীফ ভাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সাহায্যে আবার নতুন করে বাঁচার সাহস পেয়েছি।

তিনি শুধু কথা দেননি, আজই আমাদের জন্য হাড়ি-পাতিল কিনে দিয়েছেন। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”

এই মহৎ মানবিক উদ্যোগের সময় শরীফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ,

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, পৌর বিএনপি নেতা আলাউদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না,

বিএনপি নেতা মাঈনুল হক মালিক হারুন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শরীফুজ্জামান শরীফের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তাঁর এই কাজ শুধুমাত্র এক পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয় স্পর্শ করেছে।

আগুনে পুড়ে যাওয়া ঘরে তাঁর হাত ধরে ফিরে এসেছে আশার আলো—ফিরে এসেছে নতুন করে বাঁচার প্রেরণা। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের এই মানবিকতা চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

শেয়ার করুনঃ