মনিরামপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যডঃ গাজী এনামুল হকের পথসভা ও গণ সংযোগ

 

মাসুদ রায়হান যশোর,জেলা প্রতিনিধ।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডঃ গাজী এনামুল হক ১৩ অক্টোবর বিকেলে মনিরামপুর উপজেলার দূর্বা ডাম্গা ইউনিয়নের বিভিন্ন বাজারে পথ সভা ও গণ সংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন ও তাদের পরিবারের খোজ খবর নেন। রাস্তার পাশে বাচ্চা সহ অনেক বয়স্ক মহিলার অপেক্ষা করেন একনজর গাজী এনামুল হককে দেখার জন্য।
পাড়ালা, খাটুয়া ডাম্গা মোড়, কাজিয়াড়া মোড়, বিপ্রকোনা, বাজিতপুর, শ্যামনগর, হরিনা, দুর্বা ডাম্গা বাজার, ও দত্তকোনা ওয়ার্ড জামায়াতের অফিসে বক্তব্য দেন। দূর্বা ডাম্গা ইউনিয়ন জামায়াতে আমির মাঃ শিক্ষক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ্যাডঃ গাজী এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য মোঃ আব্দুলাহ, জামায়াতে ইসলামীর,সেক্রিটারি মোঃ খলিলুর রহমান,ও মাঃ আজিজুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন বিগত ৫৪ বছর বাংলাদেশের মানুষ বিভিন্ন দলকে ভোট দিয়ে তাদের রাষ্ট্র খমতা দেখেছেন, একটাবার আমাদের কে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেখন আমারা কেমন দেশ চালায়।বক্তারা আরও বলেন গত প্রায় ১৭ বছর সাধারণ মানুষের উপর জুলুম করে দেশে লুটপাট করে আমাদের সোনার বাংলাদেশ তলা বিহীন ঝুড়িতে পরিনত করেছে।

এ্যাডঃ গাজী এনামুল হক বলেন উন্নয়নের নামে ধোঁয়া তুলে এই অঞ্চলের মরন ফাদ ভবদহের দোহাই দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু পানিবন্দি মানুষের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি, আমি মানুষের বাড়ি বাড়ি যেয়ে দেখেছি তাদের কষ্ট দুরদশা। ঘরের ভিতর পানি রান্না ঘরে পানি, সবখানে শুধু পানি আর পানি, সব থেকে মানুষের বড়ো কষ্ট টয়লেটর। যা মানুষ কে বলে বোঝানো যাবেনা, এনামুল বলেন আমি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রিয় খমতায় যায় তাহলে ভবদহের স্থায়ী সমাধান করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুনঃ