শেখ আবু আসলাম বাবু
অব্যাহত লোকসান আর দুর্নীতির কারণে ২৩ বছর আগে খুলনা নিউজপ্রিন্ট মিল বন্ধ হয়ে গেল, এর চার বছর পর বন্ধ হল হার্ডবোরড মিল। ২০২১ সালে একযোগে বন্ধ করে দেয়া হল দেশের ২৬ টি জুট মিল, এর মধ্যে খুলনা জোনেরই ৭টি । উন্নয়নে ধীর গতি,,,,, গল্লামারি ব্রিজ, শিপইয়ার্ড সড়ক নির্মাণে বিভিন্নরকম টালবাহানা ,,, ধীর গতি,,,,
অবহেলিত সাংস্কৃতিক নগরী খুলনা:-
গত বছর ৫ আগস্টে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ বেতার খুলনার তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, ৫৪ বছরের সমস্ত ডকুমেন্ট পুড়ে শেষ , চেয়ার টেবিল অন্যান্য আসবাবপত্র লুটপাট হয়েছে, ক্ষতিগ্রস্ত বেতার ভবন ,,,,,
৪৮ বছরেও বাংলাদেশ টেলিভিশন খুলনা উপ কেন্দ্রটি চালু হলো না, এ ব্যাপারে প্রায় বিশ বছর ধরে বিভিন্ন পত্র পত্রিকায় লিখেই যাচ্ছি,,,,
চিত্ত বিনোদনের জন্য পার্ক গুলো অবহেলিত:-
জাতিসংঘ শিশু পার্কে চিত্ত বিনোদনের জন্য তেমন কিছু নাই বরং আগে যা ছিল তাও সরিয়ে নেওয়া হয়েছে।
গোলক মণি শিশু পার্কের ও ভাব ভালো না, অপরিচ্ছন্ন।
খুলনার গুণীজনদের মূল্যায়ন নেই বললে চলে,,,
আবু মোহাম্মদ ফেরদাউস , খান এ সবুর , এ এফ এম আব্দুল জলিল , ডাঃ আবুল কাশেম এঁদের নামে জাতিসংঘ শিশু পার্কসহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হোক।
৮ অক্টোবর খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভায় জেলা প্রশাসক মহোদয় বলেছিলেন খুলনায় দোকানপাট এত দেরি করে খোলে কেন, বলেছিলাম , মিল কলকারখানা প্রায় সব বন্ধ, কাস্টমার কম, দোকান খুললে বিদ্যুৎ বিল বাড়বে ম্যানেজমেন্ট খরচ বেড়ে যাবে, তাই বোধহয় একটু দেরি করেই খোলে স্যার,,,
খুলনা তার হৃত গৌরব ফিরে পাক এ প্রত্যাশা আমাদের। গাছ বাঁচলে ফল খাওয়া যায়, খুলনা সচল হলে বাংলাদেশের প্রায় ১৬ টি জেলার মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।