মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কালাম খান (৪৮) নামে এক ব্যবসায়ী ও চিংড়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই লুৎফর রহমান খান (৫২) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ারপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কালাম খান ওই গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কালাম খান ও তার ভাই লুৎফর রহমান স্থানীয় এক চায়ের দোকানে বসেছিলেন। এসময় একই বংশের কয়েকজন দুর্বৃত্ত তাদের ডেকে নিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাব্বি খান বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে।”
চিংড়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন কালাম খান। তিনি স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজনা বিরাজ করছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, “ঘটনাটি নিয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন।”
এদিকে, কালাম খান হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।