মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্ব দিয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ০৪ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এই সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের ফলাফল ও সার্বিক মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “শুধুমাত্র ভালো ফলাফলের জন্য নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উন্নত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন এরশাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভাপতি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের এডহক কমিটির পক্ষ থেকে শিক্ষার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন নাহার-এর সার্বিক তত্ত্বাবধানে এই সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার উপর জোর দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শাহজাহান আলী, বিএনপি নেতা আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, বিদ্যালয় এডহক কমিটির সদস্য ও যুবদল নেতা মোঃ শামীম, সকল শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ।
বক্তারা সকলে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে যার যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভার আগেই এদিন সকালে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়।
সকাল ১০টার সময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রাক-নির্বাচণী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফল ঘোষণার মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভ করে এবং চূড়ান্ত পরীক্ষার জন্য নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পায়।
শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এই মতবিনিময় সভাটি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনার জন্ম দিয়েছে, যা আগামীতে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়।