মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
১৫ অক্টোবর ২০২৫, বুধবার, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে “Accelerating Sustainable Water and Sanitation Facilities for All (ACCESS)”- ‘অ্যাকসেস’ প্রকল্পের উদ্যোগে দামুড়হুদা উপজেলার চিৎলা সাগর মহিলা সমিতি প্রাঙ্গণে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবান ও পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি পালিত হয়।
বেলা ১১:০০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তোফাজ্জেল হক।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশন এর ইউনিট ম্যানেজার মোঃ মিরাজুল ইসলাম। তিনি বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব এবং পরিচ্ছন্নতার সাথে জনস্বাস্থ্যের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এরপর সমিতির কমিটির সদস্যগণ বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫-এর উপর তৈরি লিফলেট পাঠ করে শোনান। এদের মধ্যে ছিলেন সমিতির সভানেত্রী মোছাঃ আছমা খাতুন, সম্পাদিকা মোছাঃ তাসলিমা খাতুন এবং নির্বাহী সদস্য মোছাঃ বিলিকস খাতুন।
তারা হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও এর সুফল সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের কমিউিনিটি ডেভেলমেন্ট অফিসার মোঃ শাহিন উদ্দীন, মোঃ ফরহাদ হোসেন এবং মোঃ মনোয়ার হোসেন সহ মোট ২০ জন সদস্যের মেয়ে ও শিশু সহ মোট ২৫ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সঠিক নিয়মে দুইহাত ধোঁয়া প্রদর্শনী ও বক্তব্য। এতে উপস্থিত সদস্যরা হাতে-কলমে সঠিক নিয়মে ও ধাপে ধাপে সাবান দিয়ে হাত ধোয়ার প্রক্রিয়াটি শিখে নেন।
বিশেষ করে শিশুদের মাঝে হাত ধোয়ার অভ্যাস তৈরি করতে উৎসাহিত করা হয়। বক্তারা বলেন, শুধুমাত্র সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস তৈরির মাধ্যমে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বহু সংক্রামক রোগ ৪০% থেকে ৫০% পর্যন্ত হ্রাস করা সম্ভব।
এটি একটি সহজ, সাশ্রয়ী এবং কার্যকরী জনস্বাস্থ্য বিষয়ক হস্তক্ষেপ। প্রধান অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তোফাজ্জেল হক তাঁর বক্তব্যে ‘অ্যাকসেস’ প্রকল্পের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্ব হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (WASH) নিশ্চিত করা শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।
বিশেষ করে নারীরা সমাজে স্বাস্থ্যবিধি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে ‘অ্যাকসেস’ প্রকল্প চিৎলা এলাকায় জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।
উপস্থিত সকলেই এই ধরনের শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে স্বাস্থ্যবিধি সম্পর্কে নতুন করে জানার সুযোগ পেয়ে খুশি বলে মন্তব্য করেন।