মোঃ নাঈম উদ্দীন
কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা এবং তাদের সম্ভাবনাকে বিকশিত করার বার্তা নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার (০৮ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রী রঙ-বেরঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় কন্যাশিশুর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী শিক্ষায় উৎসাহিত করার স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তিথি মিত্র কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর জোর দিয়ে বলেন, “একটি দেশ তখনই পরিপূর্ণভাবে উন্নত হতে পারে, যখন সেই দেশের নারীরা সব ক্ষেত্রে সমান সুযোগ পায়।
আমাদের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি যেকোনো প্রকার বৈষম্য ও নির্যাতন দূর করতে প্রশাসন বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, আজকের এই প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ অত্যন্ত সময়োপযোগী, যা প্রতিটি কন্যাশিশুকে আত্মবিশ্বাসী হতে প্রেরণা যোগাবে।
সভাপতির বক্তব্যে মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাল্যবিবাহ ও নারী নির্যাতন কন্যাশিশুর অগ্রযাত্রার প্রধান বাধা। এই বাধা দূর করতে কেবল আইন নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা প্রয়োজন।
সমাজের অর্ধেক অংশ কন্যাশিশুদের পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোঃ হারুনার রশিদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল-সাবাহ্।
তারা কন্যাশিশুদের শিক্ষার গুরুত্ব এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোছাঃ সাথী খাতুন ও মোঃ সুমন আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বক্তারা সকলেই কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ করে তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই ধরনের কর্মসূচি কন্যাশিশুদের অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।