নান্দাইলে বেহাল হাসপাতাল দেখে ক্ষুব্ধ এনসিপির নেতা আশিকিন আলম রাজন

 

বোরহান জেনিফ ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থা ও অস্বচ্ছতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন গণ অভ্যুত্থান থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন।

গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগ পরিদর্শনে যান। এ সময় তিনি দেখতে পান, বহু রোগী হাসপাতালের বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে অপরিচ্ছন্নতা, নোংরা পরিবেশ ও নানা অব্যবস্থাপনা।

পরিদর্শন শেষে আশিকিন আলম রাজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন হাসপাতালের চারপাশে এমন নোংরা অবস্থা? রোগীরা কেন বেড পাচ্ছেন না? কেন তাঁদের মেঝেতে থাকতে হচ্ছে?” তিনি পুরো হাসপাতাল ঘুরে দেখেন এবং সেখানকার দুরবস্থার ছবি নিজের মোবাইল ফোনে ধারণ করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেন, “ছবিগুলো ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চিত্র। চরম অবহেলিত নান্দাইলের স্বাস্থ্যব্যবস্থা। আধুনিক যুগে এসেও এ এক বর্বর চিত্র, যা আমাদের প্রতিদিন সহ্য করতে হচ্ছে। মনে হয়, এখানে যেন কোনো প্রশাসনই নেই। আউটডোরে রোগীদের দাঁড়ানোর জায়গাতেও ফ্যানের ব্যবস্থা নেই। জিজ্ঞেস করলে উত্তর একটাই— পর্যাপ্ত লোক নাই, ডাক্তার নাই। এত বাজেট যায় কোথায়?”

স্থানীয় সচেতন মহল আশিকিন আলম রাজনের এই পরিদর্শনকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন এবং দ্রুত হাসপাতালের পরিবেশ ও সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুনঃ