বারহাট্টায় সেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন যুব দল নেতা

 

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় যুবদলের এক নেতার বিরুদ্ধে
সেচ্ছাসেবক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।আজ সোমবার বিকালে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এই ঘটনা ঘটে। আহত সেচ্ছাসেবক দল নেতা অনিক মোড়ল(৩৫) নৈহাটি গ্রামের সাইকুল ইসলামের ছেলে।অভিযুক্ত যুব দল নেতা মানিক মিয়া একই এলাকার চক বালাম গ্রামের বজলু রহমানের ছেলে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায় নৈহাটি বাজারে অনিক মড়লের ব্যবসা প্রতিষ্ঠান আছে।গত কয়েকদিন আগে চিরাম ইউনিয়নে মাদকের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করেন সেচ্ছাসেবক দলের নেতা অনিক।সেই ক্ষোভ থেকেই তার উপর দলবল নিয়ে হামলা চালায় মানিক। হামলার একপর্যায়ে স্থানীয়রা অনিক মড়লকে উদ্বার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। তারা আরও জানায় আহত ওই সেচ্ছাসেবক দলের নেতার মাথায়,চোখের ওপরে বেশ কিছু সেলাই লেগেছে।

বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ কাদির খান বলেন, সেচ্ছাসেবক দলের চিরাম ইউনিয়নের এই নেতা মাদক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারনে তার উপর হামলা হয়েছে। আমি এই ঘটনার নিন্দা জানাই ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এই ব্যপারে মানিক মিয়াকে ফোন দিলে নৈহাটি বাজারের কাপারুল নামের এক দোকানদার রিসিভ করে বলেন, মানিক মিয়া ফোন চার্জে রেখে বাইরে চলে গেছে। মারামারি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কথার কাটাকাটি হয়ে হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। এক পর্যায়ে অনিক মড়ল দোকানের কাউন্টারে পড়ে গেলে মাথায় আঘাত পায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, চিরাম ইউনিয়নে মারামারির ঘটনা ঘটেছে। একজন বারহাট্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ